নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন খড়খড়ি বাইপাস এলাকায় মাছ ব্যবসা কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ নেতা মোহন আলী (৩০) এর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবলীগ নেতা পবা উপজেলার ললিতাহার এলাকার হানিফ আলীর ছেলে ও পবা উপজেলার পারিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ আলাউদ্দীন নামের একজনকে আটক করেছে। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, গত শুক্রবার সকাল ৭টার দিকে মাছ ব্যবসাকে কেন্দ্র করে নগরীর খড়খড়ি বাজারে তার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে জখম করে চলে যায়। এতে মোহন
গুরুতর আহত হয়। পরে আহতকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় অগেই একটি মামলা করা হয়েছিল। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, লাশ নিয়ে যাওয়ার পর দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ বিষয়ে মতিহার থানার ওসি শাহাদত হোসেন বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।