নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে হাইটেক পার্কে নির্মিতব্য ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা প্রশাসক হামিমুদ হক, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি শাহিন আক্তার রেণী প্রমুখ।
আর/এস