1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী গ্ৰাফিতি ও ক্যালিগ্ৰাফি পেইন্টিং কর্মশালা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

রাজশাহীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী গ্ৰাফিতি ও ক্যালিগ্ৰাফি পেইন্টিং কর্মশালা

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে- বৈষম্য বিরোধী আন্দোলনের বিকল্প শিল্প: গ্ৰাফিতি ও ক্যালিগ্ৰাফি পেইন্টিং কর্মশালা। রাজশাহী শিল্পকলা একাডেমি চত্বরে ৮ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনব্যাপী চলবে এই কর্মশালা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মোস্তফা জামান।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের উপ-পরিচালক প্রদ্যুৎ কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস কেয়া। কর্মশালায় অংশগ্রহণ করেন- দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার্সের সাবেক উপাচার্য বাংলাদেশী শিক্ষাবিদ লেখক ও শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার, শিল্পী ইব্রাহিম মন্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পী মনিকা এমিলিয়া, আরিফুল ইসলাম, রায়হান আহমেদসহ দশ জন খ্যাতনামা প্রবীণ ও নবীন শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।

এবিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের অফিস সহায়ক মো. সেরাজুল ইসলাম জানিয়েছেন- সারাদেশে পাঁচটি জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিকল্প শিল্প: গ্ৰাফিতি ও ক্যালিগ্ৰাফি পেইন্টিং কর্মশালা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ঢাকায় শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মত ১২ মার্চ থেকে ১৬ মার্চ পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে ৮ এপ্রিল থেকে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়েছে। এরপর খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রদর্শনীতে ১০ জন শিল্পী অংশগ্রহণ করবেন। তারা প্রত্যেকেই দুইটি করে গ্ৰাফিতি ও ক্যালিগ্ৰাফি আঁকবেন। পাঁচটি জেলা থেকে সংগৃহীত মোট শতাধিক চিত্রকর্ম নিয়ে ঢাকা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর আয়োজন করা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের স্মরণে এই চিত্রকর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত করা হবে। এছাড়াও এই কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে নাট্যউৎসব ও আলোচিত প্রদর্শনী চলমান রয়েছে।

বিএ..

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST