নিজস্ব প্রতিবেদক : শীতের সকালে রাজশাহী মহানগরীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও হালকা বাতাসে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে
বৃহস্পতিবার ভোররাত ও সকাল সাড়ে ছয়টা থেকে ৮ টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়। এদিন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১ মিলিমিটার। জানা গেছে, বৃহস্পতিবার ভোরের দিকে হালকা বৃষ্টি হয়। কিছুক্ষণ থেমে থেমে বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত বৃষ্টি হয়। এর পরেও কিছু সময় বৃষ্টি ছিল। বৃষ্টির পর রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি ও শীতের তীব্রতা কিছুটা বেড়ে যায়। চলতি মৌসুমে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ মিলিমিটার। গত ১৯ ডিসেম্বর এ তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত করা হয়েছে। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী সেলসিয়াস। আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।
আর/এস