রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা ভদ্রা আবাসিক এলাকার লেকের পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা লেকের পাড়ে পড়ে থাকতে দেখে তাকে বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবকের নাম কালু মিয়া (৩২)। তিনি মতিহার থানার ডাসমারি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েয়েছে। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে খুন করে সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
এস/আর