ঢাকাবুধবার , ২৯ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে রোগী ধরা দালাল আটক

admin
নভেম্বর ২৯, ২০১৭ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে শরিফুল ইসলাম বুলবুল নামের এক রোগী ধরা দালালকে আটক করা হয়েছে। ওই দালাল নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। বুধবার দুপুর ১২টার দিকে তাকে রামেক হাসপাতালের বহির্বিভাগ থেকে আটক করা হয়।

জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার মিলিক লক্ষèীপুর এলাকার চিকিৎসাধীন রোগী বল্টুর আত্মীয় আকবর পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বাইরে যাচ্ছিল। এ সময় দালাল বুলবুল তাকে ভাল টেস্ট করিয়ে দেওয়ার নাম করে ২ হাজার ৮ শত টাকা নিয়ে নেয়। এরপর ওই রোগীর আত্মীয় লক্ষীপুর পুলিশ বক্সে অভিযোগ করলে পুলিশের এএসআই মাহবুব তাকে ধরে রাজপাড়া থানায় পাঠিয়ে দেয়। পরে ওই দালালকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে আরো জানানো হয়।

 

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।