নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে রেলের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে। সোমবার সকাল থেকে রেলওয়ে স্টেশন থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
রেল লাইনের আশেপাশের জায়গা দখল করে যারা স্থাপনা তুলেছিল তাদের স্থাপনা ভেঙ্গে ফেলা হচ্ছে। অনেকে আবার রেল কর্তৃপক্ষের ভাঙ্গার আগেই নিজেরা ভেঙ্গে নিচ্ছেন। রেলওয়ে স্টেশন থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত এ অভিযান চলবে বলে রেলওয়ের ভুসম্পত্তি বিভাগ বিভাগ সূত্রে জানা গেছে।
নাম না প্রকাশ করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা বলেন, রেলের জায়গায় যে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে তা ভেঙ্গে ফেলা হচ্ছে। এ উচ্ছেদ অভিযান চলবে।
খবর২৪ঘণ্টা/এমকে