নিজস্ব প্রতিবদক :
রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ডে রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার সকালে পবানতুনপাড়া (গাংপাড়া) থেকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পর্যন্ত এ কাজের কার্পেটিং কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় কাজ পরির্দশনও করেন মেয়র। এদিকে কার্পেটিং কাজের উদ্বোধনের পর পবানতনুপাড় (গাংপাড়া) এলাকা পরিদর্শন করেন মেয়র লিটন। এ সময় এলাকাবাসী মেয়রের কাছে নানা সমস্যার তুলে ধরেন
মেয়র। মেয়র সব সমস্যা মনোযোগ দিয়ে শুনে সমাধানে এলাকাবাসীকে আশ্বস্থ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জানবক্স, শাখ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসকান আলী, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।