1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে রাস্তা ও ফুটপাতের উপরেই ঝুঁকিপূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে সিলিন্ডার গ্যাস - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন

রাজশাহীতে রাস্তা ও ফুটপাতের উপরেই ঝুঁকিপূর্ণভাবে ব্যবহৃত হচ্ছে সিলিন্ডার গ্যাস

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
ছবিটি রাজশাহী মহানগরীর রেলগেট এলাকা থেকে তোলা

বিশেষ প্রতিবেদক : রাজশাহী মহানগরীর রাস্তাঘাট ও ফুটপাতের উপরে জনাকীর্ণ এলাকায় উন্মুক্তভাবে ঝুঁকিপূর্ণভাবে ব্যবহার করছে সিলিন্ডার গ্যাস। এতে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা করছেন পথচারী ও সাধারণ মানুষজন। এ নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার ফুটপাত ও রাস্তা দখল করে দোকান করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে যারা ভাজাপোড়া ও চায়ের দোকান করে তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে। কিন্ত গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে অসতর্ক ও উন্মুক্তভাবে। এসব ব্যবসায়ীদের বেশিরভাগই পথচারী

চলাচলের জন্য তৈরি হওয়া ফুটপাত ও রাস্তা দখল করে বসা। এরা গ্যাস সিলিন্ডার দোকানের পাশে উন্মুক্তভাবে রেখে ভাজাপোড়া, বার্গার, নুডুলস, চটপটি, হালিম, চাসহ বিভিন্ন খাবার জিনিস তৈরি করেন। সরজমিনে ঘুরে দেখা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ রেলগেটের দুই ধার, বিন্দুর মোড়, লক্ষীপুর, সাহেব বাজার, গণকপাড়া, তালাইমারী, শিরোইল, বাস টার্মিনাল, ভদ্রা, কোর্ট স্টেশন বাজার ও বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে বসানো হয় অস্থায়ী এসব খাবারের দোকান। আর দোকানিরা খাবার তৈরি করেন সিলিন্ডার

গ্যাস দিয়ে। সিলিন্ডার গ্যাসগুলো রাখা হয় খোলা ভাবে। এতেই ঘটতে পারে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা। রাস্তা দিয়ে সব সময় যানবাহন চলাচল করে। কোন যানবাহনে ধাক্কায় সিলিন্ডারে পাইপ ফুটো হয়ে বিস্ফোরিত হওয়ার শঙ্কা রয়েছে। বিস্ফোরিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। ফুটপাতের দোকানিরা ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করার পরেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে স্থানীয় মানুষজন ও পথচারীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার বিকেলে নগরীর রেলগেট এলাকায় দেখা যায়,

বেশ কয়েকটি দোকানি উন্মুক্তভাবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন। সিলিন্ডার রাখা হয়েছে রাস্তার উপরে। ওই রাস্তা দিয়ে চলাচল করছে ট্রাক, বাস, অটোরিক্সা ও রিক্সা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরণের যানবাহন। চলাচলকারী যানবাহনগুলোর মধ্যে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। অটোরিক্সাগুলো দোকানে ধাক্কা দেয়। জনাকীর্ণ এলাকা হওয়ায় পথচারী চলাচল করে অনেক বেশি। বেশির ভাগ ক্ষেত্রেই সিলিন্ডারের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা থাকে। এতে সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু রেলগেট এলাকায় নয় উপরে উল্লেখিত প্রত্যেকটি স্থানেই অসতর্ক ও উন্মুক্তভাবে সিলিন্ডার ব্যবহা করা হয়।

ফুটপাতের পাশে পথচারী বসার স্থানে বসে থাকা এনজিওর পরিচালক রাজিয়া সুলতানা বলেন, উন্মুক্তভাবে গ্যাস ব্যবহারের কারণে যেকোন সময় বড় ধরণের দুঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে ফুটপাত ও রাস্তার উপরে ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারের ব্যবহার রুখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। রাহুল নামের অপর একব্যক্তি বলেন, পুরো নগরজুড়েই এভাবে সিলিন্ডার গ্যাসের ব্যবহার চলছে। তাই এখনোই এসব নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

ফুটপাতের উপর সিলিন্ডার গ্যাস ব্যবহার করা এক ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি নাম না প্রকাশ করার শর্তে বলেন, সিলিন্ডার গ্যাস সহজলভ্য হওয়ায় ব্যবহার করছি। যেখানে দোকান সেখানে না রাখলে অন্য জায়গায় রেখেতো আর কাজ হবে না। এভাবে খোলাভাবে রাখা কতটুকু নিরাপদ ও যুক্তিসঙ্গত এমন প্রশ্নের কোন সদুত্তর তিনি দিতে পারেন নি। এ বিষয়ে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, রাস্তা ও ফুটপাতে সিলিন্ডার ব্যবহার করতে দেয়া হবে না। যারা ব্যবহার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST