রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ বর্নালী মোড়ে রাস্তার পাশে থাকা খাদে একটি ব্যাটারি চালতি পড়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক। গুরুত্বপূর্ণ মোড় হওয়ার পরও সেখানে রাস্তা ঘেঁষেই বড় একটি ডোবা রয়েছে। সেটি না ঢেকে দেওয়ার কারণে বিপদজনক অবস্থায় রয়েছে। ওই রাস্তা দিয়ে প্রচুর রিক্সা, অটোরিক্সা এবং মানুষ চলাচল করে। বিদ্যুৎ না থাকলে আরো বিপদজনক হয়ে পড়ে রাস্তাটি। তারপরও সেটি ঠিক করার জন্য কর্তৃপক্ষের কোনো নজর নেই। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরাও ঝুঁকি নিয়ে কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে একটি ব্যাটারি চালিত রিক্সা রাস্তার পাশেই ডোবায় পড়ে যায়। তবে অল্পের জন্য বেঁচে যান চালক। খবর পেয়ে পুলিশ র্যাকার নিয়ে এসে ব্যাটারি চালিত রিক্সাটি উঠিয়ে দেয়।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একব্যক্তি বলেন, শুধু রিক্সায় নয়। প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। তবুও কোনো ব্যবস্থা নেয়া হয়না। এটি ঠিক করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।