1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯
নিহত বাবু

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার তকিপুরে পূর্ব শত্রতার জের ধরে বাবু (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে লালন নামের একব্যক্তি। নিহত বাবু উত্তরা কোল্ড স্টোরেজে কাজ করতো। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নগরীর লক্ষীপুরে অবস্থিত সিডিএম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত যুবক নগরীর এয়ারপোর্ট থানার তকিপুর গ্রামের মৃত শমসেরের ছেলে। সম্পর্কে মৃত বাবুর মামাতো ভাই আসামী লালন। চলতি মাসের ৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় তাকে

একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। নিহতের ভাই সেলিম জানান, গত ৯ এপ্রিল সন্ধ্যার দিকে তার ভাই বাবু রাস্তা দিয়ে একা যাচ্ছিলো। এ সময় লালন নামের ওই ব্যক্তি বাবুকে একা পেয়ে উপুর্যপুরি মুখ ও চোখসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাত করে। মারধরে বাবু গুরুতর আহত হয়ে পড়লে লালন তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে আহতবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারী

সিডিএম হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। পরে নিহতের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কি নিয়ে তাদের মধ্যে শত্রতা ছিলো তা জানাতে পারেনি মৃত বাবুর ভাই সেলিম।
এ বিষয়ে নগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিকী বলেন,

গত ৯ এপ্রিল সন্ধ্যায় বাবুকে উপর্যপুরি পিটিয়ে গুরুতর আহত করে লালন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবুর পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর লালনকে ওই রাতেই গ্রেফতার করা হয়। বর্তমানে আসামী লালন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছে। প্রাথমিক তদন্তে বিষয়টি সত্যতা পাওয়া গেছে। নিহতের লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবর ২৪ ঘন্টা/আরএস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST