1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে যাত্রীবাহী বাস দোকানের মধ্যে ঢুকে স্কুলছাত্রীসহ নিহত ৩, আহত ৪ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

রাজশাহীতে যাত্রীবাহী বাস দোকানের মধ্যে ঢুকে স্কুলছাত্রীসহ নিহত ৩, আহত ৪

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
বাসচাপায় নিহত স্কুলছাত্রী আনিকা। ছবি : খবর ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস ব্রেক ফেল করে দোকানের মধ্যে ঢুকে পড়ে স্কুলছাত্রীসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার মোড় এলাকার ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী ইসমাইল হোসেন পিঙ্কু (২৪) ও মোহাম্মদ আলীর ছেলে সবুজ ইসলাম (৩২) ও নগরীর শাহমখদুম থানার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের ৭ম শ্রেণীতে পড়–য়া মেয়ে আনিকা (১৩)। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, রাজশাহীর মন্ডলের ছেলে আসমত (৩০), বুলবুলের ছেলে সজিব (২৫), মৃত সোহরাবের স্ত্রী রিনা (৪৫) ও মিটু। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে একটি বাস যাচ্ছিল। এ সময় বাসটি নওদাপাড়া বাজারে পৌঁছালে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সবুজ ও পিঙ্কু মারা যায় ও ৫ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রী আনিকা মারা যায়। চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষনিক রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা করে ও দুটি যানবাহন ভাংচুর করে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম বলেন, বাস দোকানে ঢুকে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে ও আহত হয়েছে ৪ জন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রীকে রামেক হাসপাতালে দেখতে পান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. একেএম হাফিজ আক্তার। তিনি হাসপাতালে গিয়ে অল্প সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তরের নির্দেশ দেন।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST