1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে যথাযোগ্য মর্যদায় জেল হত্যা দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

রাজশাহীতে যথাযোগ্য মর্যদায় জেল হত্যা দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী মহানগরীতে যথাযোগ্য মর্যদায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালিত হয়েছে। জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবরে পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেল হত্যা দিবস উপলক্ষে রাজনৈতিক দল, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার দুপুরে মহানগরীর পারিবারিক কবরস্থানে পরিবারের সদস্যবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তর্বক অর্পন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জানা গেছে, শহীদ কামারুজ্জামানসহ আজকের দিনে শহীদ জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল নয়টায় মেয়রের উপশহরস্থ বাসভবনের পাশের প্যান্ডেলে রাজশাহী উলামা কল্যান পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন শহীদ কামারুজ্জামানের সন্তান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন মেয়র পত্নী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, মেয়রকন্যা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা।

এরপর ১০টায় উপশহর এলাকায় ১৪ নং ওয়ার্ড ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র পত্নী শাহীন আকতার রেনীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সকাল সাড়ে ১০টায় শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজে শহীদ কামারুজ্জামানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শহীদ কামারুজ্জামান কর্ণার এবং শহীদ কামারুজ্জামানের জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন।জেল হত্যা দিবস উপলক্ষে মহানগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের পাশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পুষ্পস্তর্বক অর্পন করে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্ব বিশাল শোক র‌্যালি বের করা হয়। শোকর‌্যালিটি নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, মনিচত্বর হয়ে নগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের মাজারে গিয়ে শেষ হয়। এরপর খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তর্বক অর্পন করে। এরপর মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তর্বক অর্পন করে। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এরপর শহীদ কামারুজ্জামানের মাজারের পাশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন মহানগর ছাত্রলীগ আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে মহানগরীর আলুপট্টিসহ বিভিন্ন স্থানে মানবভোজসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র পত্নী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, মেয়রকন্যা কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাবেক সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, শাহাদত হোসেন, নিঘাত পারভীন, যুগ্ম সাধারণ

সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষসহ মহানগর মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা আওয়ামী লীগ, মহানগর ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবর ২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team