নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে সৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি বছরের সবচেয়ে কম তাপমাত্রায় কনকনে শীতে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন মানুষ। সবচাইতে বেশি সমস্যার মধ্যে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা। গত কয়েকদিন ধরেই কনকনে শীত পড়ছে রাজশাহীতে।
গতকাল বুধবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রী সেলসিয়াস। এদিন ব্যাপক শীত পড়ে। বিকেল ৩টা থেকে ঠা-ার কবলে পড়ে মানুষ।
বৃহস্পতিবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রী সেলসিয়াস। সকাল থেকে ঠা-া বাতাসের কারণে আরো শীতের কবলে পড়ে মানুষ। কনকনে ঠান্ডায় সকাল থেকেই খেটে খাওয়া মানুষরা কাজের সন্ধানে বের হতে পারেনি। সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। বেলা বাড়ার সাথে সাথে যেন শীতও বাড়তে থাকে। তবে বিকেল ৩টার দিকে সূর্য দেখা গেলেও তাপমাত্রার পরিমাণ তেমন একটা বাড়েনি।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল বুধবার সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। তাপমাত্রার পরিমাণ আরো কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে