1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মোটরসাইকেল ও রিক্সায় অবৈধ এলইডি ফকলাইট, নজর নেই কর্তৃপক্ষের! - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ১০:৪ পূর্বাহ্ন

রাজশাহীতে মোটরসাইকেল ও রিক্সায় অবৈধ এলইডি ফকলাইট, নজর নেই কর্তৃপক্ষের!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদক :
রাজশাহী মহানগরজুড়ে অবৈধভাবে এলইডি ফকলাইট লাগিয়ে দেদারসে ঘুরে বেড়াচ্ছে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিক্সার চালকরা। এসব গাড়ীতে লাইট থাকার পরেও আরো বেশি আলো করার জন্য ফকলাইট লাগাচ্ছেন চালকরা। তবে ব্যাটারিচালিত রিক্সার পাশাপাশি বেপরোয়া মোটরসাইকেল চালকরা ফকলাইট ব্যবহার করছেন। এতে বিপরীত দিক থেকে আসা যানবাহন সামনের কিছুই দেখতে পায়না। আর এতেই ঘটে দুর্ঘটনা। এ ছাড়া ফকলাইট ব্যবহারকারী মোটরসাইকেল আরোহীরাই বেশি ছিনতাইয়ের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার শোরুমে ফকলাইট বিক্রি হচ্ছে। সেখান থেকে জোড়া অথবা সিঙ্গেল ফকলাইট কিনে বাইক বা রিক্সার সামনে লাগিয়ে নিচ্ছে। কোম্পানি ভেদে এর দামও কমবেশি রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে জোড়ায় বেশি ফকলাইট বিক্রি হচ্ছে।
প্রায় প্রত্যেক ব্যাটারিচালিত রিক্সায় ফকলাইট ব্যবহৃত হয়। রিক্সাচালকরা বেশি আলো করার জন্য অতিরিক্তভাবে লাইটটি লাগান। রাতে ফকলাইট লাগানো যানবাহনের সামনে দিয়ে আসা অন্য চালকরা কিছুই দেখতে পাননা। ফলে দুর্ঘটনা ঘটে।

 

এটা নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তেমন কোন কার্যক্রম নেই। মাঝে মধ্যে পুলিশের পক্ষ থেকে দু’একটি রিক্সা ধরে মামলা দেওয়া হয়। আর মোটরসাইকেল চালকরা পুরো ধরা ছোঁয়ার বাইরে থেকে। এসব মোটরসাইকেলের ফকলাইটের আলোয় শুধু দুর্ঘটনা ঘটে তাই নয় ছিনতাইয়ের কাজেও ফকলাইট লাগানে বাইক ব্যবহার করা হয়। কারণ ফকলাইট জ্বালিয়ে সামনে গেলে অপর প্রান্ত থেকে আসা যানবাহন চালকরা কিছুই দেখতে পায়না। এই সুযোগকে কাজে লাগিয়ে ছিনতাই করে ছিনতাইকারীরা। ছিনতাই করেই মুহূর্তের মধ্যে পালিয়ে যায় তারা।

 

খোঁজ নিয়ে আরো জানা গেছে, গত কয়েকদিন আগে নগরীর সিটি হাট এলাকা সংলগ্ন রাস্তা দিয়ে এক ব্যক্তি মোটরাসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় সামনে থেকে ফকলাইট লাগানো একটি মোটরসাইকেলে করে ৩ জন এসে তার গতিরোধ করে। পরিচয় জানতে চাইলেই ছুরি দেখিয়ে তার কাছে থাকা সবকিছু নিয়ে চলে যায়।
শুধু তাই নয় ঘোষপাড়া এলাকার আব্দুল্লাহ নামের এক ব্যক্তি জানান, তিনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন তার সাইড দিয়েই। অপর দিক থেকে একটি ব্যাটারিচালিত রিক্সা এসে তাকে মেরে দিয়ে চলে যায়। এতে তার মাথাসহ সারা শরীরে ব্যথা লাগে। পরে তিনি চিকিৎসা নেন।

 

ফকলাইট লাগানে যানবাহনের কারণে অন্য পথচারীরা কিছু দেখতে পায় না। রাস্তা দিয়ে হেঁটে গেলেও কিছু দেখা যায় না। এ কারণে পথচারী ও সাধারণ যানবাহন চালকরা ফকলাইট লাগানো যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সেই সাথে দিনের বেলাতেও ফকলাইট লাগানো মোটরাসাইকেল আরোহীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

 

ফকলাইট লাগানো রিক্সাচালকের সাথে কথা হলে ওয়াসিম নামের ওই চালক বলেন, রাতে কম দেখা যায় তাই এটি লাগিয়েছি। অন্যের সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা চলতে পারলেই হলো। তবে সমস্যা হবে না বলে মন্তব্য করেন তিনি।

 

নগরীর একটি ফকলাইটের শোরুমের ম্যানেজারের সাথে কথা হলে তিনি বলেন, এটা অবৈধ হবে কেন? মানুষতো প্রয়োজনেই ফকলাইট লাগাই। আর এটি বৈধ না অবৈধ তা পুলিশ দেখবে। আপনাদের কী?
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার হেমায়েত উল্লাহ বলেন, মাঝেমধ্যেই এসব যানবাহন ধরে মামলা দেওয়া হয়। তবে সবসময় তো এই নিয়ে কাজ করা সম্ভব হয় না। শোরুমে বিক্রি তারা বন্ধ করতে পারে না। রাস্তায় পেলে পুলিশ আটক করে এসব ফকলাইট লাগানো যানবাহনে মামলা দিতে পারে। তারপরও তা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST