1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মৃত ব্যক্তির নামে ওয়াসার পানির বিল পরিশোধের নোটিশ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০১:১২ অপরাহ্ন

রাজশাহীতে মৃত ব্যক্তির নামে ওয়াসার পানির বিল পরিশোধের নোটিশ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩ মে, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তির নামে পানির বিল পরিশোধের নোটিশ পাঠিয়েছে রাজশাহী পানি সরবরাহ ও পয়নিষ্কাসন ওয়াসা কর্তৃপক্ষ। নগরীর শিরোইল এলাকার মৃত ফজু শেখের ছেলে মৃত নজির শেখের নামে এ পানির বিল পরিশোধের নোটিশ পাঠানো হয়। ওই বাড়ির হোল্ডিং নং-৩৯২।
ওই বাড়ি সূত্রে জানা গেছে, মৃত নজির শেখ বেঁচে থাকার সময় পানির সংযোগ বিচ্ছিন করার জন্য রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। আবেদনের পর দুই বছর পার হয়ে গেলেও সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এরপর ২০১৫ সালের ২৯ ডিসেম্বর নজির শেখ মারা যায়। তিনি মারা যাওয়ার পর বাড়ির মালিকানা পরিবর্তন হয় ও পানি ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।
আবেদনের পর ৪/৫ বছর হয়ে গেলেও সেই হোল্ডিং নম্বরে মৃত নজির শেখের নামে পানির বিল আসতে থাকে।
মৃত নজির শেখের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে ব্যবহার করা হয়না সেখানে কিসের পানির বিল? এছাড়া ২০১৩ সালে পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আবেদনও করেন নজির শেখ। তারপরও কেন আবেদনের সাড়া দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি তা আমাদের বোধগম্য নয়।

এদিকে, সংশ্লিষ্ট দপ্তরের কর্মরত এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে বলেন, পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অফিসে অনেক আবেদন পড়ে রয়েছে। তারপরও সংযোগ বিচ্ছিন্ন করা হয় না। সে বিষয়গুলো নিয়ে কর্মকর্তারা কখনো কাজ করেননি। এভাবে অনেকেই হয়রানির মধ্যে পড়েন।

এ বিষয়ে রাজশাহী ওয়াসার রাজস্ব কর্মকর্তা মেহেদি হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১৫ সালের মাঝামাঝি সময়ের আগে পানির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করা হলে সেগুলো বিচ্ছিন্ন করা হতো না। ২০১৫ সালের পর থেকে আবেদন পেলে যাচাই-বাছাই করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আগে কেন সংযোগ বিচ্ছিন্ন করা হতোনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংযোগ বিচ্ছিন্নের অনুমতি না থাকায় বিচ্ছিন্ন করা হতো না। এখন করা হয়।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST