নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গভঃ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্যে “মুক্তিযুদ্ধের গল্প শোনো” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা টায় শুরু দুপুর দেড়টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন, এডিসি (সদর) শিরিন আক্তার জাহান সহ রাজশাহী গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রায় পাঁচশতাধিক (৫০০জন) ছাত্র। অনুষ্ঠানে সভাপত্বিত করেন, রাজশাহী গভঃ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
মুক্তিযোদ্ধাগণ তাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের অভিজ্ঞতাকে ছাত্রদের মধ্যে তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজের কাজ করার পরামর্শ দেন।
খবর২৪ঘন্টা /এম কে