ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন

admin
নভেম্বর ৩০, ২০১৭ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মহিলা পরিষদ, ‘যৌন নিপীড়ন ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল; নারী পুরুষের সমতাভিত্তিক মানবিক সমাজ ও রাষ্ট্র গঠন করো’ এই আহবান জানিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে যৌন নিপীড়ন ও ধর্ষণ প্রতিরোধে সারাদেশব্যাপী একযোগে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায় সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি লাইলুন নাহার বেবী এবং ধারণাপত্র পাঠ ও সমাবেশ পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট কলাম লেখক প্রশান্ত কুমার সাহা, শাহমুখদুম কলেজের অধ্যক্ষ্য আমিনুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, পরিবর্তন সংগঠনের প্রধান নির্বাহী রাশেদ রিপন, এ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান প্রমূখ।

 

খবর২৪ঘন্টা/ওফ/নই

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।