নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাপাশিয়া এলাকায় অবস্থিত মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ জহুরুল আলম রিপনের বিচারের দাবিতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। রোববার কাপাশিয়া এলাকায় রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করা হয়।
জানা গেছে, ছাত্রী নির্যাতনকারী অধ্যক্ষ রিপনের বিচারের দাবিতে রোববার কাপাশিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে অধ্যক্ষের বিরুদ্ধে বিচারের দাবি জানানো হয়। সেই সাথে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। এলাকাবাসী ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।উল্লেখ্য, বেশ কিছুদিন আগে টেকনিক্যাল কলেজের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠে অধ্যক্ষ রিপনের বিরুদ্ধে। পরের দিনই তার বিচারের দাবিতে মানবববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধনের প্রতিবাদে অধ্যক্ষ রিপন সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। এরপর গত কয়েকদিন আগে কাটাখালি থানা পুলিশ রিপনকে আটক করে। তবে কি কারণে অধ্যক্ষ রিপন আটক হয়েছিল তা জানাতে পারেনি পুলিশ।
খবর২৪ঘণ্টা/এমকে