নিজস্ব প্রতিবেদক : অবহেলাজনিত কাজের মাধ্যমে জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তারকরণসহ বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি মামলায় ১৪ জনকে এ জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বুলনপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে
৩ টি মামলায় ৩ জনকে ৪০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে ১টি মামলায় একজনকে ১০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় ৩ জনকে ৮০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী ২টি মামলায় ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ৪৫টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে