নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ভুল চিকিৎসায় শিশু রাফি মৃত্যুর অভিযোগে স্বজনদের তোফের মুখে পড়ে ডাক্তার। ডায়াগনস্টিকের প্রত্যেকটা গেট ঘিরে অবস্থান নেওয়ায় যেকোন অপ্রিতীকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্য অবস্থান নেয়। র্যাব সদস্যরা সেখানে গিয়ে রোগীর স্বজন ছাড়া সবাইকে বের করে দিয়ে পরিস্থিতি শান্ত করে। ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য অবস্থান নেয়। রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি রোগীর স্বজনদের বুঝিয়ে সেটি সমাঝোতার চেষ্টা করেন। পরে মৃত শিশুর লাশ নিয়ে স্বজনরা বাড়িতে চলে যায়।
এরপর সভাপক্ষে সমঝোতা বৈঠক হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সমঝোতা বৈঠক চলছিল। তার আগে রোগীর স্বজনরা ডাক্তারের বিচারের দাবিতে প্রবেশ পথে অবস্থান নেয়।
খবর২৪ঘণ্টা/এমকে