নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের উদ্যোগে ভুমিকম্প পরবর্তী উদ্ধার অভিযান ও অগ্নিনির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর কোর্ট মোল্লাপাড়া এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপপরিচালক নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস
স্টেশনের উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন ওয়ার হাউজ ইন্সপেক্টর আবু সামা, শহিদুল ইসলাম, এনায়েতুল হক প্রমুখ। মহড়ায় দেখানো হয় ভুমিকম্প পরবর্তী বিধস্ত ভবন থেকে কিভাবে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়, কিভাবে অগ্নিনির্বাপন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর, বিশ^বিদ্যালয় স্টেশন, নওহাটা স্টেশনের সদস্য ছাড়াও বিভিন্ন স্টেশনের সদস্যসহ কমিউনিটি ভলেন্টিয়াররা অংশ নেয়।
খবর২৪ঘণ্টা/এমকে