রাজশাহী মহানগরীতে বিয়ারসহ আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। নগরীর চন্দ্রিমা ছোট বনগ্রাম এলাকার আঃ মালেকের ছেলে। গত বুধবার ৩০ জুন সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানাধীন সিপাইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মেজর নাজমুস শাকিবের নেতৃত্বে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন সিপাইপাড়াস্থ মাদ্রাসা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল বিয়ার ক্যানসহ আনোয়ারকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর