নিজস্ব প্রতিবেদক :
বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে ১৬তম বিশ্ব মেট্রোলজী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টের সভাকক্ষে সোমবার বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএসটিআই’র উপ-পরিচালক(মেট্রোলজি) খাইরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও রাজশাহী চেম্বারের পরিচালক সাদরুল ইসলাম। প্রতিপাদ্য বিষয়ের উপর বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ
জুনায়েদ আহমেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে জনাব মোঃ ইব্রাহীম, পরিচালক, বিসিএসআইআর এবং ডাঃ মোঃ মনিরুল ইসলাম বক্তব্য প্রদান করেন। বক্তাগণ বিশ্ব মেট্রোলজী দিবসে আলোচিত বিষয়গুলি নিজ নিজ অধিক্ষেত্রে বাস্তবায়নের গুরুত্ব আরোপ করে বলেন বর্তমান যুগের সাথে ঝও পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন-সোনার পরিমাপে গ্রাম এবং কাপড়ের পরিমাপে গজ-ফিতার পরিবর্তে মিটার ব্যবহারে সকলকে আহবান জানান।
আর/এস