1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পুলিশের সোর্স আটক - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পুলিশের সোর্স আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহনগরীতে হেরোইন, ফেন্সিডিল, গাঁজা ও চোলাই মদস এবং মাদক সেবনের সরঞ্জামসহ আব্দুস সালেক ওরফে হেলালকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার সকাল ৭টার দিকে মধ্যপুঠিয়াপাড়া থেকে আটক করা হয়। সে ওই এলাকার মৃত আবু তালেব সরকারের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, র‌্যাব-৫ রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আরএমপির পবা থানার অধীনে মধ্যপুঠিয়া পাড়া এলাকার তালেবের ছেলে ও পুলিশের সোর্স আব্দুস সালেক ওরফে হেলাল বিপুল পরিমাণ মাদকসহ অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকাল ৭টার দিকে র‌্যাবের উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল, এক কেজি ৯০০ গ্রাম গাঁজা ও প্রায় দেড় লিটার চোলাই মদসহ সালেককে আটক করে। একটি চাকু, গাঁজা সেবনের ১৮টি কলকি এবং হেরোইন সেবনের ৬টি স্টিক ও ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পরে তার বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে আগেও একটি মামলা রয়েছে।
সূত্রে আরো জানা গেছে, দীর্ঘ দিন ধরে সালেক পবা থানার অলিখিত পিয়নের কাজ ও সোর্স হিসেবে কাজ করে আসছে। সেই সাথে থানায় দালালিও করতো। পুলিশের সোর্স হওয়ায় মাদক ব্যবসা ভালভাবে জমিয়ে তুলেছিল সালেক। অসাধু পুলিশ কর্মকর্তাদের মাধ্যমেই মাদক পেতো সে। এ জন্য পুলিশ কখনো তার বাড়িতে অভিযান চালায়নি। এ বিষয়ে আরএমপির নবগঠিত পবা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, শুনেছি হেলাল আগে থানায় সোর্সের কাজ করতো। আমার সময় সে মাঝেমধ্যে চা নিয়ে আসতো। তাকে আমরা সোর্স নিয়োগ করিনি। আগের মামলার বিষয়টি কিছু জানিনা। তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team