নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরী ও চারঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, চারঘাট থানার মালেকার মোড়ের সাজাপাড়া গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে তৌহিদুল্লাহ ইসলাম (৩৫), কাশিয়াডাঙ্গা থানার বালিয়া এলাকার সুলতান শেখের ছেলে আমিরুল (৫২) ও চারঘাট থানার কাকড়ামারি এলাকার শাহাজুলের ছেলে সবুজ মিয়া (১৯)। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গত ২৪ ডিসেম্বর রাতে চারঘাট থানাধীন
ৎজয়পুর গ্রামে অভিযান চালিয়ে ৪১০ পিস ইয়াবাসহ তৌহিদুল্লাহকে আটক করে। এদিকে, ২৫ তারিখ রাত সোয়া ১টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন খিরশিন্তিকোর এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ৬৬১.২ লিটার দেশীমদ ১ টি অটোরিক্সাসহ আমিরুল ও সুলতান শেখকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চারঘাট ও শাহমখদুম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘন্টা/এমকে