নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শালবাগান এলাকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাজশাহীর শালবাগান ট্রান্সমিটার মেরামত কারখানায় বৈদুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মেরামত কারখানার ফোরম্যান ইনচার্জ শামসুল হুদা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শালবাগান ট্রান্সমিটার মেরামত কারখানায় হঠাৎ করে আগুন জ¦লতে দেখা যায়। আগুন লাগার সময় রুমটি তালাবদ্ধ ছিলো। প্রথমে ফায়ার এক্সটুইংগুসার (অগ্নি নির্বাপন যন্ত্র) দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রনে না আসায় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে রুমের তালা কেটে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কি পরিমান ক্ষতি হয়ে তা জানাতে পারেননি শামসুল হুদা। ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান বৈদুতির শটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি
হয়েছে।
এদিকে, এর আগে সন্ধ্যা ৬টার দিকে নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকের অরদিকে ডিস ও ইন্টারনেটের তারে আগুন লেগে পোলে থাকা ট্রান্সমিটারে ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপকতা লাভ করে। এ সময় ওই পথ দিযে নগরীর শিরোইল কলোনি এলাকার বাসিন্দা শামসুল ইসলাম রিপন যাচ্ছিলেন। আগুন লাগা দেখে তিনি দ্রুত রেলস্টেশন এলাকায় অবস্থিত একটি দোকান থেকে এক্সটুইংগুসার (অগ্নি নির্বাপন যন্ত্র) দিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।
খবর২৪ঘণ্টা/এমকে