নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় রাজু আহমেদ রাজীব (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী নগরীর কর্ণহার থানার দারুসা কবিরাজপাড়া এলাকার কছিম উদ্দিনের ছেলে। র্যাব জানায়, র্যাব-৫, সিপিএসসির আর ও
একটি আভিযানিক সোমবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর থান্দারপাড়া গ্রামস্থ এয়ারটেল টাওয়ার এর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাজু আহমেদ রাজীবকে ৫৮ বোতল বিদেশী মদসহ আটক করে। আসামীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আর/এস