নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ও রংপুর বিভাগে বিএসটিআই অভিযান চালিয়ে গত এপ্রিল মাসে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বিএসটিআই রাজশাহীর উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রংপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় ১৯টি ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ,১৯৮৫” এর আওতায় বিএসটিআই এর মান সনদ না থাকার জন্য ও অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করার দায়ে এবং “দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স, ১৯৮২” এর আওতায় ওজন ও পরিমাপে কারচুপির দায়ে উক্ত অভিযান পরিচালনার মাধ্যমে ২২টি মামলায় মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় হয়।
এছাড়াও অফিসের কর্মকর্তাদের সমন্বয়ে রাজশাহী ও রংপুর বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই এর মান সনদ গ্রহণে উদ্বুদ্ধকরণ, পণ্য সামগ্রীর গুণগত মান যাচাই, অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার, ওজন ও পরিমাপে কারচুপি রোধকল্পে এবং মাছ ও ফলমূলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষার জন্য ২৯টি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে