নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিএসটিআই’র অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ও রাজশাহী বিএসটিআই’রেেযৗথ উদ্যোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ‘বিএসটিআই আইন-২০১৮ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মেসার্স পাবনা স্টোর, নিউমার্কেটকে মান বিহীন পণ্য বিক্রি করায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লসমী চাকমা এবং সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর রিয়াজ
হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) এবং কামরুল পলাশ, পরিদর্শক(মেট)। এছাড়াও নাটোর জেলার, সদর উপজেলার দিলাপাতিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে অবৈধ মোড়ক ব্যবহারের দায়ে মেসার্স সামাউল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সোমা খাতুন ও সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট) আবুল কায়েম।
এস/আর