নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়ায় মহানগর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হলে পুলিশ এতে বাধা দেয়।
পরে কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ বক্তব্য দেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ