নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় রোববার এনতাজুল ইসলামের সেমি ২য়তলার একটি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, এনতাজুল ইসলামের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে বাইরে যায়। দুপুর ১টার দিকে এলাকাবাসী দেখেন যে এনতাজুল ইসলামের সেমি ২য়তলার একটি রুম থেকে আগুনের
শিখা দেখা যাচ্ছে। দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে যায়।
খবর ২৪ ঘণ্টা/আরএস