ঢাকামঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০১৭
   
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বাস-সিএনজি চালকদের পাল্টাপাল্টি বিক্ষোভ

অনলাইন ভার্সন
ডিসেম্বর ১২, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বাসের সাথে সিএনজির ধাক্কা লাগার ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তারা নগরীর রেলগেট এলাকায় মিছিল করে। এ সময় ওই এলাকায় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশেরও একটি দল রয়েছে।জানা গেছে, রাজশাহী থেকে নওগাঁর দিকে একটি বাস যাচ্ছিল। বাসটি পলিটেকনিকের সামনে পৌঁছালে একটি সিএনজির ধাক্কা লাগে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালকরা বাস চালক ও হেলপারকে মারধর করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে রেলগেট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহত দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।