ঢাকাশুক্রবার , ১ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বাস-ট্রাক ও অটোরিক্সার ত্রিমুখি ধাক্কায় আহত ২

admin
ডিসেম্বর ১, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বাস-ট্রাক ও অটোরিক্সার ত্রিমুখি ধাক্কায় চালকসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন ডিঙ্গাডোবা টুলটুলি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন, দাসপুকুর এলাকার মতি (৬০) ও  ভাটাপাড়া এলাকার মাসুদ আকবর (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে রেলগেটের দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে একটি বাস যাচ্ছিল ও কোর্ট স্টেশনের দিক থেকে রেলগেটের দিকে একটি ট্রাক এবং অটোরিক্সা যাচ্ছিল। এ সময় বেপরোয়া গতির বাসটি ট্রাককে ধাক্কা দেয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে বাসটি পালিয়ে যেতে সক্ষম হলেও অটোরিক্সা দুমড়ে-মুচড়ে যায় ও ট্রাকটির সামনের কাঁচ ভেঙ্গে যায়।
এ ঘটনায় ট্রাক চালককে মারপিট করে এলাকাবাসী ও অটোরিক্সা চালকের পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। আহতদের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে রাজপাড়া থানার এসআই প্রভাষ বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।