রাজশাহীতে জেলার অভ্যন্তরে বাস চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়।সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচলের কথা থাকলেও কোথাও কোথাও তা উপেক্ষিত হতে দেখা যাচ্ছে। অর্ধেক আসন ফাঁকা রেখে ভাড়া বেশি দিতে হলেও কোন কোন জায়গায় একসাথে দুইজন করেও বসতে হচ্ছে বলেও যাত্রীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এতে যাত্রীদের সুবিধা না হলেও বাস চালকদের হচ্ছে।
যাত্রীদের মধ্যে অনেকেই মাস্ক পরছেন না।
অতিরিক্ত যাত্রীর সাথে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। তবে অন্যান্য স্বাভাবিক সময়েে চেয়ে অনেক কম বাস চলাচল করতে দেখা গেছে।
এস/আর