নিজস্ব প্রতিবেদক :
গতকাল সোমবার রাজশাহীতে বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ প্রদানের ফরম্ বিতরণের মাধ্যমে শিল্প-বাণিজ্যিক ও আবাসিক ক্ষেত্রে গ্যাস সংযোগ প্রদান শুরু হয়েছে। আবাসিক গৃহে গ্যাস সংযোগ নিতে যে ২১ হাজার জন আবেদন করা হয়েছে তার কাজ শিগগিরই শুরু হবে। লিটন দেশসেরা গ্রাহক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান, বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড রাজশাহী আঞ্চলিক কার্যালয়। সোমবার বেলা ১১টায় খড়খড়ি টিবিএস ক্যাম্পাসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, প্রধানমন্ত্রীর কাছে দাবি করে রাজশাহীতে গ্যাস সংযোগ নিয়ে এসেছি। ২০১৩ সালের জুন মাসে আমরা প্রথম আবাসিকে গ্যাস সংযোগ পাই। রাজশাহীতে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাস সংযোগ বেশি দরকার। আজ বাণিজ্যিক খাতের জন্য গ্যাস সংযোগের ফরম বিতরণ করলাম। এই সংযোগ প্রদান কাজ অব্যাহত থাকবে। আর আবাসিক গৃহে রাজশাহীতে এখন পর্যন্ত ৯ হাজার ৩৬৪জনকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। যে ২১ হাজার জন আবাসিক গৃহে গ্যাস সংযোগ নিতে আবেদন করেছেন, তাদেরও সংযোগ দেওয়ার ব্যবস্থা শিগগিরই শুরু হবে। প্রসঙ্গত, রাজশাহীতে বাণিজ্যিক খাতে ২৮১জনকে গ্যাস সংযোগ প্রদানের অনুমতি মিলিছে। আজ সোমবার ১৫জন ব্যবসায়ীকে বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ প্রদানের ফরম বিতরণ করেন
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে মেয়র লিটন দেশসেরা গ্রাহক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা প্রদান করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। এ সময় মেয়র লিটনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে প্রতিষ্ঠানটি। পরে বৃক্ষরোপন করেন মেয়র লিটন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান পাটোয়ারী, স্থানীয় পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভুলু প্রমুখ।
খবর২৪ঘণ্টা/এমকে