নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের ‘রূপকল্প- ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে সরকারের উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই রাজশাহীও ষ মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় প্রচেষ্টায় রাজশাহীতে কয়েকটি উন্নয়ন প্রকল্প এখন বাস্তবায়নের পথে ।
যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ সার্বিক উন্নয়নের মাধ্যমে ‘ডিজিটাল রাজশাহী সিটি’ নির্মাণে যুগান্তকারী পদক্ষেপ রাখছে আওয়ামী লীগ সরকার। এ বছর ফেব্রুয়ারিতে রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
রাজস্ব খাতের আওতায় সরকারি প্রতিষ্ঠানসমূহে মেরামত ও সংস্কার, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ‘রাজশাহী জোন’ শীর্ষক প্রকল্প, সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ফ্লাইওভার নির্মাণ করবে সরকার ষ এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ।
এদিকে রাজশাহীতে বঙ্গবন্ধু সিলিকন সিটির নির্মাণ কাজের মধ্য দিয়ে নতুন স্বপ্ন উঁকি দিতে শুরু করেছে। ২০২১ সালের মধ্যে বিশাল কর্মসংস্থানের মধ্য দিয়ে খুলে যাবে হাজারো প্রযুক্তিনির্ভর তারুণ্যের স্বপ্নের দুয়ার। এখানে কর্মসংস্থানের সুযোগ হবে প্রায় ১৪ হাজার মানুষের। বর্তমান সরকারের এ উদ্যোগে বদলে যাবে রাজশাহীর চেহারা।
রাজশাহী বিভাগের সুদূরপ্রসারী উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের অভূতপূর্ব সাফল্য তাই আজ প্রশংসিত হচ্ছে রাজশাহীবাসীর সর্বস্তরের জনগণের কাছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ