রাজশাহী মহানগরীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালিয়েছে চালক। তবে সেই পরিত্যক্ত ট্রাক থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় দামকুড়া থানার ওসি মাহাবুব আলম জানতে পারেন যে, কয়েকজন মাদক ব্যবসায়ী কাকনহাট থেকে দামকুড়া বাজারগামী রাস্তা দিয়ে ট্রাকযোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে তিনি ট্রাকটি
আটকের জন্য পুলিশ চেকপোস্ট বসান। মাদকবাহী ট্রাকটি দামকুড়া বাজার ব্রিজের কাছে পৌঁছালে পুলিশ ট্রাকটি থামনোর চেষ্টা করে। ট্রাকটি চেকপোস্ট উপেক্ষা করে বেপরোয়া গতিতে কাশিয়াডাঙ্গার দিকে যায়। এ সময় দামকুড়া বাজার চেকপোস্ট থেকে কাশিয়াডাঙ্গা বাজার চেকপোস্টে ওয়্যারলেসের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এরপর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কাশিয়াডাঙ্গা মোড়ে অবস্থান নেয়। কিন্তু ট্রাক চালক
তাদের উপস্থিতি টের পেয়ে দিক পরিবর্তন করে বেলডাঙ্গা পাড়ার দিকে যায়। এ অবস্থায় পুলিশ মোটরসাইকেল নিয়ে দ্রæত ট্রাকটিকে ধাওয়া করে। ট্রাক চালক বেলডাঙ্গা মোড়ে ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাসি করে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে। অজ্ঞাতনামা পলাতক ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর