নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সাহেব বাজার ফুটপাত ব্যবসায়ীকে জরিমানা করার প্রতিবাদে উত্তেজনা বিরাজ করে। ব্যবসায়ীদের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কিছু সময় উত্তেজনা বিরাজ করে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গত বেশ কয়েকদিন ধরেই রাজশাহী সিটি করপোরেশনের ভাম্যমান আদালত ফুটপাত দখল করে বসা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অর্থদণ্ড করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগরীর সাহেববাজার এলাকায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে ফুটপাত ব্যবসায়ীকে জরিমানা করার প্রেক্ষিতে উত্তেজনার সৃষ্টি হয়।
এমকে