নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে পাওনা টাকা চাওয়ায় প্রকাশ্য দিবালোকে মুদি দোকানি রমজান আলী ওরফে রাজন (২৪) কে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে আসামী সোহেল ও তার চাচা আব্দুর রহিমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হবে। চলতি মাসের ১ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে বলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, ব্যবসায়ী রাজন হত্যার দুই আসামী সোহেল ও রহিমকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করে ৭
দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে বৃহস্পতিবার দুই আসামীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হবে। উল্লেখ্য, গত শনিবার বেলা ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন মালদা কলোনী এলাকার নিজ দোকানে রাজন সোহেলের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোহেল হাসুয়া দিয়ে এলোপাথাড়ি রাজনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে আহতবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের মা নুরবানু বাদী হয়ে দু’জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
আর/এস