নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর জাদুঘর মোড় এলাকা থেকে রেজাউল করিম নামে পুলিশ পরিচয়ের এক প্রতারককে আটক করেছে ছাত্র-জনতা। পরে আটক ওই প্রতারককে বোয়ালিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে মহানগরীর জাদুঘর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রেজাউল তিনি নিজেকে পুলিশ উপ-পরিদর্শক হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে ।
জিজ্ঞাসাবাদের ভিডিও সুত্রে জানাযায়, এসআই হায়দার, এএসআই ছালাম ও সাবেক চন্দ্রিমা থানার ওসি মাহাবুবের সাথে থাকতেন বলে স্বীকার করেন প্রতারক রেজাউল। তার ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের গাড়ি ও ওয়াকিটকি নিয়ে ছবি সাথে পুলিশের মানিব্যাগ পাওয়া যায়। এছাড়াও হ্যান্ডকাপের একটি চাবি জব্দ করা হয়েছে। হ্যান্ড কাপের চাবির ব্যপারে সে বলছে মতিহার থানার কনস্টেবল রাসেদুলের কাছ থেকে নিয়েছে।
ছাত্র-জনতার হাতে ওই প্রতারককে আটকের বিষয়টি জানিয়েছেন, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। তিনি জানান, সে পুলিশ পরিচয়ে অনেকজনকে হেনস্তা ও নির্যাতন করেছে। সে একজন প্রতারক তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ এর কাছে জানতে চাইলে ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।
বিএ..