নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহাসড়কে কাগজপত্র তল্লাশীর নামে হয়রানির অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশর ট্রাফিক বিভাগের রবিউল ইসলাম নামের এক সার্জেন্টকে পিটিয়েছে ট্রাক শ্রমিকরা। শুক্রবার বিকেলে নগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
তাকে পেটানোর পর ট্রাক শ্রমিকরা রাজশাহী-ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৫ টার দিকে রাজমাহী মহানগরীর আমচত্ত্বর হয়ে বাইপাস সড়ক দিয়ে নাটোরের দিকে একটি ট্রাক যাচ্ছিলো। পথে ট্রাকটি মহিলা পলিটেকনিকের সামনে পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে সার্জেন্ট রবিউল ইসলাম কাগজপত্র দেখতে চান। চালক কাগজপত্র দেখাতে রাজি না হওয়ায় রবিউলের সাথে ওই চালকের বাকবিত-া হয়। এরপর ট্রাক চালক আবুল কালাম আজাদ ও তার সঙ্গীয় ট্রাক শ্রমিকরা রবিউলকে লাঞ্ছিত করে।
এ ঘটনার পর উল্টো ট্রাক শ্রমিকরা রাস্তার উপর এলোপাথাড়ি গাড়ি রেখে মহাসড়ক অবরোধ করে। এতে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক-১ মোফাক্কারুল বলেন, ট্রাক মালিক সমিতির কোন নেতার গাড়ীর কাগজপত্র চাইলেই তারা বলে চাঁদাবাজি করছে। ট্রাক শ্রমিকার সার্জেন্ট রবিউলকে লাঞ্ছিত করেছে। এখনো বিষয়টি সমাধান হয়নি। পরে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা/এমকে