নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া এলাকায় ব্লক রেইড অভিযান করেছে পুলিশ। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া ও রায়পাড়া এলাকায় এ ব্লক রেইড চালানো হয়। এতে জামায়াত কর্মীসহ ৫ জনকে আটক করা হয়। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, সোমবার সকাল ১০টায় নগরীর গুড়িপাড়া ও রায়পাড়ায় এলাকায় ১০০ জন পুলিশ সদস্য নিয়ে আরএমপির কাশিয়াডাঙ্গা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার জয়নাল
আবেদিনের নের্তৃত্বে ব্লক রেইডে নামে পুলিশ। পুলিশ প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশী চালায়। দুপুর ১টা পর্যন্ত ব্লক রেইড চলে। ব্লক রেইড চলাকালে দু’জন জামায়াত কর্মী ও মাদক সংশ্লিষ্টতায় ৩ জনসহ মোট ৫ জনকে আটক করা হয়। পরে আটকৃতদের কাশিয়াডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে, ব্লক রেইড চলাকালে স্থানীয়দের মধ্যে আতংক সৃষ্টি হয়। তবে পুলিশ বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা পুলিশের নিয়মিত অভিযান। এ ছাড়া ব্লক রেইড অভিযানে গোয়েন্দা পুলিশসহ আরএমপির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে