নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বেলপুকুর থানার তারাশ এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত জামায়াতুলে মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, তারাশ এলাকার মৃত আছিরের ছেলে জালাল (৫৫) ও জালালের ছেলে আদিল (৩০)। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি (সদর) আব্দুর রাজ্জাক বলেন, পুঠিয়া উপজেলার তারাশ বর্তমানে আরএমপির বেলপুকুর থানা এলাকার তারাশ থেকে পুলিশের তালিকাভুক্ত দুই জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে