নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজার প্রতিবাদে যুবদলের ডাকা বিক্ষোভ পুলিশি বাধার মুখে পড়ে পণ্ড হয়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ বের হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার ৫ বছরের সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে কিছুদুর যেতেই পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশ মিছিলটি আর সামনে এগোতে দেয়নি। এতে সেখানেই তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে তারা নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আহবান জানান। বিক্ষোভে জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে