নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু হলো, নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার মাসুদ রানার ছেলে ফাহিম (৪) ও রানার ছেলে ফারহান (৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। শনিবার দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার সকাল ৯টার পর থেকে ওই দুই শিশুকে খুঁজে পাচ্ছিলনা পরিবারের লোকজন। দুপুরে পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে। পানিতে ভাসতে দেখে ওই দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত
চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে লাশ হস্তান্তর করা হয়। এ বিষযে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, দুপুরে পুকুরের পানিতে ওই দুই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পানিতে পড়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
এস/আর