নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলার ৯টি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও মাদ্রাসার এবতেদায়ী এর প্রথম পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহী জেলা পরক্ষার্থী উপস্থিতির হার ৯৭ শতাংশ। জেলায় কোন পরীক্ষার্থী বহিস্কারের খবর
পাওয়া যায়নি। মোট ৬০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, রাজশাহীতে প্রথম পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি। পরীক্ষার্থী উপস্থিতির হার ৯৭ শতাংশ।
আর/এস