রাজশাহী মহানগরীতে পাথর বোঝাই ট্রাক থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় ট্রাক চালক দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপার মিলন আলী (২৮) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক হেলপার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাঘারপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটি হাট এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক থেকে ফেনসিডিলগুলো উদ্ধার ও হেলপারকে আটক করা হয়। তবে ট্রাকের ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ফেন্সিডিল অভিনব কায়দায় লুকিয়ে রেখে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টি জানতে পেরে ডিবির একটি দল সিটিহাট এলাকার ওই রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। রাত সাড়ে ১২টার দিকে টাটা ব্র্যান্ডের ঢাকা মেট্রো ট-১৬-০৬৯৩ আসতে দেখে ডিবি পুলিশ তাকে থামার সংকেত দেয়। এ সময় ট্রাকটি থামিয়ে ড্রাইভার ও হেলপার ট্রাক
থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হলেও হেলপারকে আটক করা হয়। পরে হেলপারের দেয়া তথ্য মতে ট্রাকের পেছনে পাথরের মধ্যে থেকে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে সেখান থেকে পাথর বোঝাই ট্রাকটি জব্দ ও হেলপারকে আটক করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করা হবে।
এস/আর