সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীর পদ্মার চরে বা এর আশাপাশে বন্যপ্রাণী ও পাখির বিচরণস্থল এলাকায় বন্যপ্রাণীসহ পাখির নিরাপদ আবাসস্থল ও প্রজনন নিশ্চিতে অভয়ারণ্য ঘোষণায় দ্রæত পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সাথে মতবিনিময় করে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আগামীতে একটি সভা আয়োজনে এডিসি (সার্বিক) কে নির্দেশনা প্রদান করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, রাজশাহীর পদ্মা নদী এবং চরাঞ্চলে বন্যপ্রাণী ও পাখির
নিরাপত্তা বিধানে আইনি সুরক্ষা নিশ্চিত করা, পাখি ও বন্যপ্রাণীর বিচরণস্থলগুলো পূণরুদ্ধার এবং সম্প্রসারণ করে সংরক্ষিত এলাকা ঘোষণাপূর্বক মানুষের চলাচল বন্ধ করা, পাখি এবং বন্যপ্রাণীর অগ্রাধিকার ভিত্তিক এলাকাগুলো দখলমুক্ত করে অভয়ারণ্য কার্যকর করা এবং বন্যপ্রাণী, পাখি ও পরিবেশগত শিক্ষার মানউন্নয়নে কর্মসূচী গ্রহণ করা।
মতবিনিময় ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, রাজশাহী পরিবেশ আন্দোলন ঐক্য পরিষদ আহবায়ক মাহবুব টুংকু, সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন রাজু, বারসিক বরেন্দ্র অঞ্চলের সমন্বয়কারী শহিদুল ইসলাম, আদিবাসী যুব পরিষদ সভাপতি উপেন রবি দাস, পরিচ্ছন্ন রাজশাহী আহবায়ক রফিকুল ইসলাম সেন্টু, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওন প্রমুখ।
এস/আর