আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এঘটনায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (০২ ডিসেম্বর) রাজশাহীর পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান তাকে বাগমারার তাহেরপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেন। প্রত্যাহার হওয়া এসআইয়ের নাম জিলালুর রহমান। তিনি তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র আবুল কালাম আজাদ। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি আবুল কালাম আজাদকে শুভেচ্ছা জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিলালুর রহমান। এমন ছবি শুক্রবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ছবিতে আরেক এসআই সাথে ছিলেন তার নাম রাশেদুজ্জামান রাসেদ।
বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের নজরে এলে শনিবার ফাঁড়ির ইনচার্জকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
এব্যাপারে, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। যেহেতু একটা বিতর্ক সামনে এসেছে, সেই কারণে ফাঁড়ির ইনচার্জ জিলালুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
বিএ…